|
Letters to the Editor বাংলা
|
|
শব্দপত্র/বাংলা
১.
আমেরিকা থেকে প্রকাশিত দ্বিভাষিক কবিতা ম্যাগাজিন শব্দগুচ্ছ’র সম্পাদক কবি হাসানআল আব্দুল্লাহ’র [গানের] প্রথম প্রয়াসটি সুকণ্ঠী শিল্পী তাহমিনা শহীদের পরিবেশন হলেও খুব উৎসাহব্যঞ্জক মনে হয়নি আমার কাছে। গানটির গীতিকার সুরকার ও নির্মাতা কবি হাসানআল আব্দুল্লাহকে বলেও দিয়েছিলাম অকপটে। এতে না দমে হাসানআল দেখিয়ে দিলেন কবিতা ছাড়াও শিল্পের আরও শাখায় বিচরণ করতে তিনি কৃতসংকল্প।
“এই গানখানা তোমার জন্যে লিখছি” শুনে মনে হলো হাসানআল ও তাহমিনা এই গানখানা সবার জন্যেই উপহার দিয়েছেন। কবি ও শিল্পীকে ধন্যবাদ এ জন্যে যে গানটি মন ছুঁয়েছে।
বেলাল বেগ, নিউইয়র্ক, ২ আগষ্ট, ২০১২
২.
হাসানআল আব্দুল্লাহ,
তোমার ছন্দের প্রতিভার কথা জানা ছিলো, সুরের প্রতিভার কথাও জানলাম। ভালো লাগলো। রাহমান ভাই গানটি শুনে গেলে কী খুশিই না হতেন। তোমাকে তো বটেই, শিল্পীকেও ধন্যবাদ।
আবু হাসান শাহরিয়ার, ঢাকা, ২ আগষ্ট, ২০১২
৩.
কবিতার জন্যে আপনার নিবেদন অসামান্য। অনেক শুভেচ্ছা।
কামাল চৌধুরী, ঢাকা, ৩০ জুন, ২০১২
৪.
হাসানআল ভাই, শব্দগুচ্ছ’র ৫৪তম সংখ্যা দেখলাম নেটে। ...আমি একটি থিওরি প্রমাণ করতে সচেষ্ট, তা হলো v(c8m)=0 অর্থাৎ কোন বস্তু (Matter) যখন মহাশূন্যে (Cosmic bar/Velocity of light) লীন হয়ে যায়, তখন তার অস্তিত্ব হল শূন্য (Zero)।
বিষয়টি নিয়ে আমি নেভারল্যান্ড ফ্যানক্লাব ওয়ার্ল্ডকাপ ২০১২-তে যোগদান করতে চলেছি। আপনার শুভেচ্ছা কামনা করি।
সুভাষ রবিদাস, মুর্শিদাবাদ, ২৪ নভেম্বর, ২০১২
৫.
কবি, তুমি ধর্মবাজ ও ফতোয়াবাজদের সঠিক শিক্ষা দিয়েছো। ওইসব অন্ধের মেরুদণ্ড ভেঙে দিয়েছো বলে দাঁত কিড়মিড় করছে, গুরু। তোমার প্রতিটি কলমের খোঁচা অনির্বাণ।
তাবরিশ সরকার, ঢাকা, ৬ ডিসেম্বর, ২০১২
৬.
আপনার নামখানা দেখে যারপরনাই আনন্দিত। কবিতাখানি পড়েও। আর বাংলাদেশ, খুব একটা ভাবায় না। দেশটা যেনো হারিয়ে যাচ্ছে।
স্বপন মাঝি, ফ্লোরিডা, ২৫ অক্টোবর, ২০১২
৭.
শ্রদ্ধেয় দাদা,
প্রথমেই আমার ভক্তি নম্র নমস্কার। গত ১৯.৭.১২ তারিখে স্পর্শ করলাম আপনার পাঠানো বই ও শব্দগুচ্ছ জানুয়ারী-জুলাই ’১২ সংখ্যা। ভারী সুন্দর ব্যবহারে আমি আপ্লুত মুগ্ধ; মসৃণতাতে এবং চমৎকারিত্বে ভরপুর, নিটোল। বইগুলো হাতে পেয়ে আমি আনন্দে দিশাহারা ভীষণ, ভীষণ; ভীষণ ভাবে খুশি।
আলগোছে এই সুন্দর সম্পর্ক মৃত্যু পর্যন্ত টেনে নিয়ে যেতে চাই। প্রত্যেকে ভালো থাকুন।
পল্লব বন্দ্যোপাধ্যায়, হাওড়া, ২০ জুলাই, ২০১২
Some of these letters have been reprinted from Facebook.
|
|