|
সম্পাদকের কাছে চিঠি
|
|
শব্দপত্র
১.
প্রিয় কবিবর,
আশা করি ভাল আছেন। আপনার উৎসাহব্যঞ্জক মন্তব্যে আমি খুবই অনুপ্রাণিত হলাম, সাহস পেলাম এবং সামনে এগিয়ে যাওয়ার রসদ পেলাম। প্রতিটি ডাকে আপনার কাছ থেকে এমন সাড়া পাব ভাবিনি। যা হোক সাড়া দিয়েছেন বলেই সাহস পেলাম আরো কিছু বলার। স্যার, আমি ২০০০ সাল থেকে কবিতা লিখি এবং ঐ বছরের ১৮ই ডিসেম্বর বাংলাদেশ বেতারে স্বরচিত কবিতা আবৃত্তি করি।
স্যার, আপনার সাথে যোগাযোগ হওয়ার পর থেকে আমার মনে হচ্ছে আমি আমার একজন যোগ্য অভিভাবক পেয়ে গেছি। দয়া করে আমাকে নিরাশ করবেন না। জাফর ইকবাল স্যার একটি লেখায় লিখেছিলেন “নতুনদের বলব তারা যেন পরিচিত না হয়ে বই প্রকাশ না করে।” আমারও তেমনই ইচ্ছে। তাই বিভিন্ন পত্র পত্রিকা, ম্যাগাজিন, ব্লগ ইত্যদির মাধ্যমে আগে পরিচিত হতে চাই। স্যার , আসলে আমি জানিনা এসব ব্যাপারে আপনি আমাকে কিভাবে সাহায্য করতে পারেন, তবে আপনার সাহায্য আমার লাগবেই। গত ১৭ ফেব্রুয়ারি “আমার দেশ” পত্রিকায় প্রকাশিত আপনার সাক্ষাৎকারটা পড়লাম। ভালো লাগলো। স্যার, ২৪ তারিখ মেলায় আসতে পারি । আশা করি আপনার দেখা পাব। “কবিতার ছন্দ” এবং “নারী ও কবিতার কাছাকাছি” বই দু’টি কিনব।
ভাল থাকবেন।
আমিনুল ইসলাম, ১৯ ফেব্রুয়ারী, ২০১২
ঢাকা
২.
আমার সম্পাদিত শব্দ পত্রিকাটি হার্ড কপি পাঠাতে পারলাম না বলে ক্ষমা করবেন; সফট কপি পাঠালাম। কেমন লাগলো জানাবেন। আপনার “কবিতার ছন্দ” বইটি পড়ছি, খুব সহজ করে তুলে ধরেছেন বিষয়গুলো; বইটা অসাধারণ, আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন।
কামরুল কমল, ৮ মে, ২০১২
ঢাকা
৩.
শ্রদ্ধেয় হাসানআল আব্দুল্লাহ ভাই,
আপনাকে আনন্দের সাথে জানানো হচ্ছে যে, সরদার ফারুক ভাইয়ের প্রতিষ্ঠিত স্থবির হয়ে পড়া ‘কবিতার ক্লাস’ গ্রুপটি সচল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই গ্রুপে আপনাকে উপদেষ্টা তালিকায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা সরদার ফারুক ভাই অবগত আছেন। গতানুগতিকতার বাইরে গিয়েই গ্রুপটি পরিচালনার দুঃসাহসী স্বপ্ন দেখছি, যদি আপনার সমর্থন ও সহযোগিতা পাই তবে আত্মবিশ্বাসের সাথে কর্মস্পৃহা বেড়ে যাবে আরও। এখন আপনার অনুমতির অপেক্ষা শুধু।
......
সংক্ষেপে কার্যক্রম বর্ণনা দিলাম:
১. বছর শেষে (বইমেলায়) গ্রুপে প্রকাশিত এপার-ওপার বাংলার কবিতার মধ্য থেকে নির্বাচিত কবিতা নিয়ে বই প্রকাশ।
২. নির্বাচিত বিষয় নিয়ে পাক্ষিক অনলাইন আলোচনা/আড্ডা/আসর (এখানে অগ্রজ যে কোনা কবি নিমন্ত্রিত অতিথি থাকবেন, সেটা পারস্পরিক আলোচনার মাধ্যমেই সুরাহা হবে।)
৩. বাংলা সাহিত্যে ভাস্বর এবং উল্লেখযোগ্য কবিদের জীবনী, সাহিত্যকর্মের উল্লেখ এবং তাদের সাহিত্য মূল্যায়নে বিশিষ্টজনদের মতামত (সংগ্রহ সাপেক্ষে।)
৪. কবিতার ইতিহাস-ঐতিহ্য এবং বর্তমান ধারা নিয়ে আলোকপাত/নথি সম্পাদনা/ভাবনা।
৫. ঋতুভিত্তিক কবিতা পরিক্রমা যা নোট/পিডিএফ ফাইল (নির্বাচিত কবিতা নিয়ে) হিসেবে অন্তর্ভূক্ত হবে।
৬. সদস্যদের আলোচনায় ঋদ্ধ এবং পছন্দসমৃদ্ধ কবিতা নিয়ে পিডিএফ/নথি তৈরি।
৭. সাহিত্যনির্ভর জিজ্ঞাসা, উত্তর, আলোচনা।
৮. সদস্যদের মধ্য থেকে মনোনয়নপ্রাপ্ত কবিদের বছরসেরা স্বীকৃতি/সম্মাননা/ক্রেষ্ট প্রদান, এটা সর্বোচ্চ আলোচনা, পছন্দ ও সদস্যদের ভোটের মাধ্যমে নিশ্চিত হবে।
৯. সাহিত্য সহায়ক বইয়ের পাঠপ্রতিক্রিয়া ও দুই বাংলায় প্রকাশিত কাব্যগ্রন্থের তালিকা।
রাজন্য রুহানি, ৪ জুন, ২০১২
জামালপুর
৪.
শব্দগুচ্ছ’র নাম শুনেছি, দেখি নি কোনোদিন। যদি পুরনো কোনো সংখ্যা থেকে কোনো সহায়ক লেখা (যদি কম্পোজ থাকে) দিতেন! ছন্দ নিয়ে লেখা আপনার মৌলিক বই সংগ্রহের চেষ্টায় আছি; আসলে ভাই ঢাকা বিভাগের জামালপুর জেলার প্রত্যন্ত অঞ্চলে থাকি, সীমাবদ্ধ হাত, ক্ষীণ দৃষ্টি; তবু নেটের বদৌলতে সাগরে নেমেছি সাঁতার না জেনেই। তাই আপনাদের বিরক্ত করা, আপনার সময় হোক, তীর্থের কাক হয়ে বসে আছি।
শুভ কামনা।
রাজন্য রুহানি, ৬ জুন, ২০১২
জামালপুর
৫.
মাননীয় সম্পাদক সম্পাদক সমীপে,
মহাশয়!
পত্রাগ্রে সশ্রদ্ধ নমস্কার নেবেন। শান্তি নিকেতন থেকে প্রকাশিত ‘আজকের কবিতা’ পত্রিকায় আপনার ঠিকানা পেলাম। আমার পঞ্চম কাব্যগ্রন্থ “অমৃত নয় গরল” আপনার পত্রিকায় সুষ্ঠু আলোচনার জন্যে আপনার জ্ঞাতার্থে পাঠালাম। প্রবীর বাবুও (দাস) আলোচনা করেছেন। সেখানে প্রকাশিত আপনার “অনুভূতিগুলি” শীর্ষক কবিতাটিও পড়লাম। ভালো লেগেছে। ভালো থাকুন।
প্রীতিময়তায়
বিনীত
নিখিল পানডে, ১২ ডিসেম্বর, ২০১১
শান্তিনিকেতন
৬.
সুহৃদয়েষু,
কবি হাসানআল, তুমি তো জান আমি কবি নই। অতি সাধারণ একজন গদ্য লেখক। গদ্যের কঠিন জমিনে হাঁটতে হাঁটতে যখন ক্নান্তি বোধ করি কিংবা বিশেষ কোনো দিনক্ষণ মুহূর্তের ঘেরাটোপে আটকে যায় আমার মন কেবল তখনই দু’একটি পদ্য লেখার চেষ্টা করেছি। এ যেন একান্তই নিজের সাথে নিজের আলাপচারিতা। হৃদয়-সংবেদ্য কিছু সত্য উচ্চারণ, স্মরণ, অনুরাগ, স্মৃতিময়তা। অনেকটা, যেমন করে আমেরিকার জনপ্রিয় রাপার জে-২ তার সদ্য-ভূমিষ্ট সন্তানকে উদ্দেশ্য করে স্বরচিত গানের সুরেলা উচ্চারণ করেন, আই পেইন্ট দ্যা স্কাই ব্লু।
তুমি নিখুঁত কবি। কাব্য সমালোচক ও ছন্দ-বিজ্ঞানী। কবিতা নিয়ে কথা বলা কিংবা তেমন একটি বই তোমাকে উৎসর্গ করা—দুটোই আমার দারুণ স্পর্ধা। তুমি ছোট ভাইয়ের মতো। তোমার শ্রদ্ধা ও ভালবাসা পাবার সৌভাগ্য আমার হয়েছে। সেই গৌরবে ও ভরসায় এমন দুঃসাহসিক কাজটি করলাম। বইটি তুমি ছুঁয়ে দেখলে আমি ধন্য ও কৃতার্থ হবো। আর মিনতি করি, কবিতার ব্যাকরণ নিয়ে আমাকে কিংবা আমার লেখাকে বিচার করো না। আপনজনের ভাষা বলে গ্রহণ করো।
একই সাথে, তোমাকে একটি গদ্যের বই পাঠালাম। এটি আমার একেবারেই ভিন্ন ধরনের লেখা। এ দু’টি বই গত বছর একুশে বইমেলায় প্রকাশ করেছে আহমদ পাবলিশিং হাউস।
ইলেকট্রনিক মিডিয়ায় তোমার সাহিত্য ও সম্পাদনা কর্মের খবরাখবর পাই। এ থেকে, তাই বলতে পারি, তোমার সাথে আমার যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন হয়নি। তোমার স্ত্রী সীমন, যাকে আমি ছোটো বোন জানি, তাকে এবং তোমার প্রতি রইলো আমার অশেষ শুভ কামনা।
গোলাম মঈনউদ্দিন, ১২ জানুয়ারি, ২০১২
নিউইয়র্ক
৭.
সুজনবরেষু,
হাসানআল আব্দুল্লাহ
চিঠির প্রথমেই আপনাকে আমার আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই। আপনার প্রেরিত শব্দগুচ্ছর পরপর দু’টি সংখ্যা হাতে পেয়ে আমি ভীষণ আপ্লুত। এক কথায় আপনার সহানুভূতিতে আমি মুগ্ধ, বিস্মিত। উত্তরাধুনিক বাংলা কবিতার ৬ষ্ঠ শব্দগুচ্ছ পুরস্কারের জন্যে আমার নাম মনোনীত [নমিনি] হওয়ায় যথেষ্টই আগ্রহান্বিত ছিলাম। আসলে আমার মত এক প্রচার বিমুখ মানুষের জন্য এই মনোনয়ন যেন এক অমূল্য মর্যাদা বহন করে আনে। আমার দীর্ঘ ধূসর কবিতা চর্চাকে যা একটি সোনার কাঠির ছোঁয়ায় জাগিয়ে তোলে আবার। এই মনোনয়ন, এই শিহরণ, এই সমর্থন স্মৃতিতে আজীবন স্মরণীয় হয়ে থাকবে। প্রত্যাশা রাখি কালের ও কালান্তরের কাব্যানুরাগী পাঠকের জন্য শব্দগুচ্ছ একরাশ শব্দ বকুল হয়ে ফুটে থাক। আপনি ভালো থাকুন, বাংলা কবিতার আলো হাওয়ায় আরো নিবিড় হোক শব্দগুচ্ছ, প্রত্যাশার এই নিঃশব্দ উচ্চারণ সহ—অনেক অনেক শুভ কামনায়,
আশিস দাশ, ১২ ফেব্রুয়ারী ২০১২
৮.
সবিশেষ সবিনয় নিবেদন,
দাদা গভীর শ্রদ্ধা ভক্তি ও নম্র নমস্কার জানবেন। গত ১৪.৩.১২ তারিখে আপনার পাঠানো শব্দগুচ্ছ জুলাই-ডিসেম্বর ২০১১ স্পর্শ করলাম। আমি অভিভূত ও চমৎকারিত্বে পরিপূর্ণ হয়েছি এবং ক্রমশঃ হচ্ছি। ভীষণ ভীষণ ভীষণ ভালো লাগছে; খুব নিটোল খুব নিটুট ভাবে অটুট নিজেকে প্রকাশ দেখে তৃপ্তিতে ভরপুর হয়ে আছি।
...
নিচের বইগুলো এককপি করে দিতে পারেন তো ভীষণ আনন্দ পাবো। হাসানআল আব্দুল্লাহ’র ‘নির্বাচিত কবিতা,’ ‘ক্যাফের কবিতা’ এবং ‘নারী ও কবিতার কাছাকাছি;’ নাজনীন সীমনের ‘একটি বিড়াল ও আমার দুঃখ;’ এবং রেজা নুরের ‘উত্তরাধুনিক তিনকবি।‘ আশায় থাকলাম।
পল্লব বন্দোপাধ্যায়, ১৬ মার্চ, ২০১২
কলকাতা
|
|